বোরহানউদ্দিন প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বির্নিমাণে সবাইকে মিলেমিশে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
বাংলাদেশ বির্নিমানে আমরা যারা কাজ করছি সবাইকে মানুষের কল্যাণে কাজ করতে হবে। যেটা জনকল্যাণের জন্য কাজ সেটাই করতে হবে। আপনাদের যে কোন প্রয়োজনে আমাকে বলবেন। এমনটি বললেন ভোলা জেলা প্রশাসক মোহাম্মদ আরিফুজ্জামান। বুধবার ১৬ (আগস্ট) সকাল সাড়ে ১০টায় বোরহানউদ্দিনে উপজেলা মিনায়তনে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুধীজনের সাথে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, এ জেলার মানুষ যাতে শান্তিতে থাকে সে লক্ষে বিভিন্ন অপরাধ দমনে কাজ করতে চাই।
উপজেলা নির্বাহি অফিসার মো. রায়হান উজ্জামান এর সভাপতিত্বে এ মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুল আহসান, উপজেলা আওয়ামীলীগ সভাপতি মো. জসিম উদ্দিন হায়দার, উপজেলা ভাইস চেয়ারম্যান রাসেল আহমেদ মিয়া, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা ইয়াছমিন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ, সাংবাদিক বৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক শিক্ষক, ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত