পল্লী বিদ্যুতের কর্মকর্তা পরিচয় দিয়ে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে আলী হোসেন গাজী (৪০) নামে এক প্রতারককে গ্রেফতার করেছে খুলনা সিআইডি। ডুমুরিয়ার চুকনগর এলাকায় অভিযান চালিয়ে বৃহস্পতিবার বিকাল সোয়া ৫ টায় তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আলী হোসেন গাজী ডুমুরিয়া উপজেলার মারতিয়া গ্রামের সরোয়ার গাজীর পূত্র।
খুলনা সিআইডি সূত্র জানায়, পল্লী বিদ্যুতের কর্মকর্তা পরিচয় দিয়ে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগ এনে বুধবার ডুমুরিয়া থানায় মামলা করেন ভুক্তভোগীরা (মামলা নং- ১৬, তাং- ১৬/১২/২০ ধারা- ১৭০, ৪০৬, ৪১৯, ৪২০ ও ৪৬৫)। মামলাটির দায়িত্ব পাওয়ার পর সিআইডি চুকনগর এলাকায় অভিযান চালিয়ে আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। সিআইডির পুলিশ পরিদর্শক গোলাম ছরোয়ার মামলাটি তদন্ত করছেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত