1. info@www.skytvnews24.com : Sky TV News 24 :
রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ০৫:২৪ অপরাহ্ন

জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৫০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টারঃ জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। এ লক্ষ্যে বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বিদ্যালায়ে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে অভিবাদন মঞ্চে দাঁড়িয়ে পতাকা উত্তোলন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে আনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন আমন্ত্রিত প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাবেকুন নাহার।

এরপর প্যারেড গ্রাউন্ডে থাকা বিদ্যালয়ের শিক্ষার্থীরা বাদক দলের বাজনার তালে তালে প্যারেডের মাধ্যমে অভিবাদন মঞ্চে থাকা প্রধান অতিথীকে সালাম জানিয়ে মাঠ প্রদক্ষিণ করেন।

এর সাথে শিক্ষার্থীরা গানের তালে তালে নৃত্য পরিবেশনের মধ্য দিয়ে বিদ্যালয়ের প্রাঙ্গণে থাকা শিক্ষার্থী দর্শক ও আমন্ত্রিত অতিথিদেরকে মাতিয়ে তোলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ, কে, এম ছালেহ্ উদ্দিন’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দীপক হালদার, ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম, দৈনিক বাংলার কন্ঠ পত্রিকার সম্পাদক প্রবীণ সাংবাদিক এম হাবিবুর রহমান ও দৈনিক আজকের ভোলা পত্রিকার সম্পাদক প্রবীণ সাংবাদিক মোহাম্মদ শওকাত হোসেন।

এদিকে বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান শেষে ক্রীড়া প্রতিযোগিতা পর্বের বিভিন্ন ইভেন্টে একে একে প্রতিযোগিরা অংশ নিজেদের নৈপুণ্য দক্ষতা তুলে ধরেন।

সর্বশেষ যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা পর্বে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহেনা, গায়ের বধু, কাকতাড়ুয়া, চিকিৎসক, শিক্ষক, পোস্টম্যান সহ ব্যতিক্রম সাজে সজ্জিত প্রতিযোগীরা ক্রীড়া প্রতিযোগিতাকে প্রাণবন্ধ  করে তোলেন বন্ধ করে তোলেন।

এদিকে বঙ্গবন্ধু ও বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানা সাজে একাধিক প্রতিযোগীদের কাউকেই মূল্যায়ন না করার বিষয়টি নিয়ে চরম ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন প্রতিযোগী সহ আমন্ত্রিত অতিথিরা। কেউ কেউ বিষয়টিকে শেখ পরিবারকে অবমূল্যায়ন মনে করে বিচারকদের বিচারের অদূরদর্শিতার বহিঃপ্রকাশ বলে মনে করছেন।

প্রতিযোগিতা শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ এক এক করে বিজয়ীদের হাতে আকর্ষণীয় পুরস্কার তুলে দেন।

এসময় অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, ভোলা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মো. খায়রুল ইসলাম, ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা আফরোজা আক্তার, শারমিন জাহান, শাহনাজ পারভীন, সিনিয়র শিক্ষক মো: শাহজাহান, মুহাম্মদ জহিরুল ইসলাম, মো: ইসমাইল হোসেন শিকদার, মো: আব্দুর রহিমসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং
error: Content is protected !!