এইচ এম জাকিরঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৪ উপলক্ষ্যে ভোলার লালমোহনে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের নিয়ে দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের অডিটোরিয়ামে দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ খলিলুর রহমান ইমন এর সঞ্চালনায়, ভোলা জেলা প্রশাসক ও জেলার রিটার্নিং কর্মকর্তা আরিফুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরিশাল বিভাগীয় কমিশনার মো. শওকত আলী।
প্রশিক্ষণ কর্মশালায় আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনকারী ও ভোটগ্রহণকারী কর্মকর্তাদের করণীয় বিষয়গুলো সম্পর্কে তাদেরকে অবহিত করার হয়। পাশাপাশি কেন্দ্রগুলোতে নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনার জন্য নানা ভাবে তাদেরকে দিক-নির্দেশনা প্রদান করা হয়। কোন কেন্দ্রে যাতে নির্বাচন প্রশ্নবিদ্ধ না হয় সেই দৃষ্টিকোণ থেকে প্রত্যেকের জায়গা থেকে সততা ও নিষ্ঠার সাথে তাদের কার্যক্রম পরিচালনা করার নির্দেশনা প্রদান করেন কর্মশালায় উপস্থিত প্রধান অতিথি বিভাগীয় কমিশনার মোঃ শওকত আলী।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরিশাল বিভাগীয় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দিন, বরিশাল রেঞ্জ এর পুলিশের উপ মহা পরিদর্শক-(ডিআইজি) মো. জামিল হাসান, ভোলা পুলিশ সুপার মো. মাহিদুজ্জামান বিপিএম।
এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তৌহিদুল ইসলাম, উপ সহকারী কমিশনার (ভূমি) এমরান মাহমুদ ডালিম, লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুব উল আলম প্রমুখ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত