এইচ এম জাকিরঃ ডাক দিয়েছেন শাওন ভাই ঘরে থাকার সময় নাই, এভাবেই স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে একের পর এক মিছিল নিয়ে দলীয় নেতাকর্মীরা সমবেত হয়েছেন লালমোহন বাজারের চৌরাস্তার মোড়ে। প্রায় ঘন্টাখানেকের মধ্যেই লালমোহন ও তজুমদ্দিন এ দুই উপজেলার লক্ষাধিক জনতার উপস্থিতিতে চৌরাস্তার মোড় সহ এর আশেপাশের এলাকা যেনো জনসমুদ্রে পরিণত হয়েছে।
বিএনপি জামাতের নৈরাজ্য, উন্নয়নে প্রতিবন্ধকতা সৃষ্টি, ধ্বংসাত্মক কর্মকাণ্ড ও অপ-রাজনীতির বিরুদ্ধে সাধারণ জনগণ এখন সোচ্চার হয়ে উঠেছে। তারই নমুনা দেখা গেছে লালমোহনে অনুষ্ঠিত আওয়ামীলীগের শান্তি সমাবেশ ও উন্নয়ন শোভাযাত্রায় লক্ষাধিক জনতার উপস্থিতির মধ্য দিয়ে।
বুধবার সকালে লালমোহন ও তজুমদ্দিন উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে লালমোহন বাজার চৌরাস্তায় আয়োজিত শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন।
একসময় তিনি বলেন বলেন, আওয়ামীলীগ উন্নয়নের দল। শেখ হাসিনা যখনই রাষ্ট্র ক্ষমতায় আসে, দেশের উন্নয়ন হয়, জনগণের ভাগ্যোন্নয়ন হয়। আর বিএনপি_জামাত নৈরাজ্যের দল, আগুন সন্ত্রাসের দল, মানুষের জানমাল বিনষ্টকারী দল। শেখ হাসিনার উন্নয়নে তাদের গা জ্বলে, তাই বিদেশি প্রভূদের কাছে ধর্ণা ধরে দেশের ভাবমূর্তি নষ্ট করতে চায় তারা।
তিনি বলেন, কোনও ষড়যন্ত্রই কাজ হবে না, দেশের মানুষ আবারও বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনাকে রাষ্ট্র ক্ষমতায় রাখবে।
পরে লালমোহন বাজার চৌরাস্তা থেকে উন্নয়ন শোভাযাত্রা শুরু হয়ে উপজেলা পরিষদ প্রাঙ্গনে গিয়ে শেষ হয়।
উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবদুল মালেক’র সভাপতিত্বে সমাবেশে আরও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, তজুমদ্দিন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ানসহ আরও অনেকে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত