(বাগেরহাট) রামপাল শনিবার সকাল থেকে খুলনা সিটি করপোরেশনের মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক রামপাল সদর ইউনিয়নসহ বিভিন্ন স্থানের দুস্তদের মাঝে কম্বল বিতরণ করেন।
রামপাল উপজেলা বাস্তবায়ন কর্মকর্তার অফিস সূত্রে জানাগেছে, গত শুক্রবার থেকে শনিবার পর্যন্ত উপজেলার হুড়কা ইউনিয়ন, গৌরম্ভা, উজলকুড়, বাইনতলা ও রামপাল সদরসহ বিভিন্ন ইউনিয়নে এ বিতরণ কার্যক্রম পরিচালনা করেন। সরকারি হিসাবমতে, এ পর্যন্ত সরকারিভাবে ৭ হাজার দুস্তকে ও মেয়র নিজস্বভাবে ৪ হাজার দুস্তকে কম্বল প্রদান করেন। রামপাল উপজেলা পিআইও মো. মতিউর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রামপাল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ নূরুল হক লিপন, মহিলা ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা মিলি, বাঁশতলী ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব শেখ মোহাম্মদ আলী, সাবেক সদর ইউপি চেয়ারম্যান শেখ বজলুর রহমান, বাগেরহাট জেলা পরিষদ সদস্য অসীত বরণ কুন্ডু, রামপাল উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মনির আহমেদ প্রিন্স প্রমুখ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত