নড়াইল প্রতিনিধি: যশোর-ঢাকা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের পাঁচ সদস্য সহ ছয়জন নিহত হয়েছেন। শুক্রবার (৭ জুলাই) সন্ধ্যায় যশোর-মাগুরা সড়কের খাজুরা লেবুতলা এলাকায় বাস-ইজিবাইক সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। নিহতদের মরদেহ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেছে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা।
হাসপাতালে নিহতদের স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে উঠেছে। দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম।
হাসপাতাল সূত্র জানিয়েছে, নিহতের মধ্যে যশোরের বাঘারপাড়া উপজেলার যাদবপুর গ্রামের হেলাল মুন্সির স্ত্রী, শাশুড়ি, ছেলেসহ অন্যান্যরা রয়েছেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত