বাগেরহাট জেলার ফকিরহাটে আবদারকৃত মোবাইল কিনে না দেওয়ায় ১২ বছরের এক ছেলে শিশু আত্মহত্যা করেছে।
২৭ ডিসেম্বর (রোববার) সকালে তাকে সিলিং ফ্যানের পয়েন্টের সাথে গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করে।
পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার লখপুর ইউনিয়নের ছোট খাজুরায় মোবাইল কিনে না দেওয়ায় বাবা-মায়ের সাথে অভিমান করে ১২ বছরের এ কিশোর গতকাল রাতের কোন এক সময়ে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে। এরপর বাড়ির লোকজন জানতে পেরে তাকে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।
এ বিষয়ে থানায় অপমৃত্যু হিসেবে নথিভুক্তিকরণ ও মরদেহ সুরতহালের জন্য বাগেরহাট জেলা হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত