মোংলা বন্দর কর্তৃপক্ষ ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষে নতুন চেয়ারম্যান নিয়োগ দিয়েছে সরকার।
নৌবাহিনীর রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসাকে মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে।
আর মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহানকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান নিয়োগ দিয়ে বুধবার (১৩ জানুয়ারি) আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
নৌবাহিনীতে প্রত্যাবর্তনের জন্য চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এসএম আবুল কালাম আজাদকে সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।
অপর আদেশে সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার ফরিদ হাসানকে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এডিজি নিয়োগ দেওয়া হয়। এডিজির দায়িত্ব চালিয়ে আসা ব্রিগেডিয়ার জেনারেল একেএম আসিফ ইকবালকে প্রত্যাবর্তনের জন্য তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত