মোংলায় সোমবার (১১ জানুয়ারি) রাতে কোস্ট গার্ড পশ্চিম জোনের বিসিজি বেইস মোংলার একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে মোংলা উপজেলার বুড়িরডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে ৩৩ পিস ইয়াবা, ০১ টি মোবাইল ও নগদ ২৩৪৭ টাকাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃত যুবক মাদক ব্যবসার পাশাপাশি নিজেও মাদক সেবন করে বলে জানায় কোস্ট গার্ড। সে মাদক দ্রব্যগুলো মাদক সেবনকারীদের কাছে বিক্রয়ের জন্য নিয়ে যাচ্ছিল বলে স্বীকার করে ওই যুবক।
গ্রেপ্তার যুবক বুড়িরডাঙ্গা গ্রামের ইব্রাহীম শেখের ছেলে সোহাগ শেখ (৩১)। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মোংলা থানায় হস্তান্তর করেছে কোস্টগার্ড।
এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
কোস্টগার্ড আরও জানায়, বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন এর আওতাভুক্ত এলাকা সমূহে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, জননিরাপত্তার পাশাপাশি ডাকাতি দমন, অবৈধ অনুপ্রবেশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রন রোধে কোস্ট গার্ডের জিরো টলারেন্স নীতি অবলম্বন করে প্রতিনিয়ত এ অভিযান অব্যাহত থাকবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত