1. info@www.skytvnews24.com : Sky TV News 24 :
বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৪, ০৬:০০ অপরাহ্ন

মুক্তিকামী ফিলিস্তিনে ইসরাইলীদের বর্বরোচিত হত্যাযজ্ঞের প্রতিবাদে ভোলায় বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ২০ অক্টোবর, ২০২৩
  • ৭৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টারঃ মুক্তিকামী ফিলিস্তিন মুসলিমদের উপর রক্ত পিপাসু দখলদার ইসরাইলী হানাদারদের গাজা সহ অন্যান্য এলাকায় বর্বরোচিত হামলা, নারী ও শিশু হত্যাযজ্ঞ এবং আগ্রাসনের প্রতিবাদে ভোলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

২০ অক্টোবর শুক্রবার জুম্মার নামাজ শেষে ভোলা কালীনাথ বাজার হাটখোলা জামে মসজিদ প্রাঙ্গণে ভোলা জেলা মুসলিম ঐক্য পরিষদের আয়োজনে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

ভোলা জেলা মুসলিম ঐক্য পরিষদের সভাপতি সাবেক চেয়ারম্যান মাওলানা আব্দুর রহমান খাঁন তালুকদারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, মুসলিম ঐক্য পরিষদের সহ সভাপতি আলহাজ্ব মাওলানা মুফতী ইয়াছিন নবীপুরী, সাধারন সম্পাদক ও ভোলা দারুল হাদিস কামিল মাদরাসার উপাধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মোহাম্মদ মোবাশ্বিরুল হক নাঈম, দৈনিক আজকের ভোলা সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ শওকাত হোসেন, ভোলা জেলা মুসলিম ঐক্য পরিষদের উপদেষ্ঠা ও খলিফাপট্রি জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা মোঃ মুজির উদ্দিন, ভোলা জেলা মুসলিম ঐক্য পরিষদের সহ সভাপতি ও বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ড ভোলা জেলার সেক্রেটারী আলহাজ্ব মাওলানা আতাউর রহমান মোমতাজী, ভোলা জেলা মুসলিম ঐক্য পরিষদের যুগ্ম সম্পাদক ও মূখপাত্র এবং বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ ভোলা জেলা সেক্রেটারী মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান, সহ সভাপতি ও ঈদগাহ জামে মসজিদের সন্মানিত খতিব আলহাজ্ব মাওলানা মুফতী আহমদ উল্লাহ, সহ সভাপতি ও জেলা ইমাম সমিতির সভাপতি আলহাজ্ব মাওলানা মীর মোঃ বেলায়েত হোসেন। সহ সভাপতি আলহাজ্ব মাওলানা তাজউদ্দীন ফারুকী প্রমূখ

বক্তারা বলেন,অবিলম্বে মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মোকাদ্দাস মুক্ত গাজায় বর্বর ইসসরাইলের গনহত্যা বন্ধ এবং অবরুদ্ধ গাজার বাসিন্দাদের জন্য জরুরি -ভিত্তিতে মানবিক সহায়তা পৌঁছাতে জাতিসংঘকে ব্যবস্থা নিতে আহ্বান জানান।

জুম্মার নামাজের পরপর ভোলা শহর ও এর আশপাশের মসজিদ থেকে বের হয়ে তৌহিদী জনতা খন্ড খন্ড মিছিল নিয়ে সমাবেশ স্থলে আসতে থাকে। পরে সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে নতুন বাজার এসে শেষ হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং
error: Content is protected !!