মনপুরা প্রতিনিধিঃ মনপুরায় আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৩ অক্টোবর) বেলা ১১ হাজীরহাট বাজারের পশ্চিম গলিতে এ কার্যালয়ের উদ্বোধন করেন ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনের সংসদ সদস্য, সাবেক উপমন্ত্রী আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব।
অনুষ্ঠানের মধ্যমণি মনপুরা ও চরফ্যাশন উপজেলার মানুষের নয়নের মনি ও উন্নয়নের রূপকার স্থানীয় সংসদ সদস্যকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান মনপুরা উপজেলা আওয়ামীলীগের সভাপতি মিসেস সেলিনা আক্তার চৌধুরী ও সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন মিয়া।
এ সময় উপস্থিত ছিলেন, মনপুরা উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এ কে এম শাজাহান, সহ-সভাপতি শাহরিয়ার চৌধুরী দ্বীপক, সহ-সভাপতি তৈয়বুর রহমান ফারুক, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. অলিউল্যাহ কাজল ও মোশাররফ হোসেন মজনু ফরাজি, সাংগঠনিক সম্পাদক বায়েজিদ কামাল, দপ্তর সম্পাদক মো. আলমগীর হোসেন, যুবলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) নিজাম উদ্দিন হাওলাদার, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনিরসহ উপজেলা আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীবৃন্দ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত