কলেজ প্রতিনিধিঃ ভোলা সরকারি কলেজে বিশ্ব শিক্ষক দিবস-২০২৩ পালিত হয়েছে। এ লক্ষ্যে বৃহস্পতিবার (৫ অক্টোবর) কলেজ ক্যাম্পাসে কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে বর্ণাঢ্য রেলি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
বিশ্ব শিক্ষক দিবসে এবারের প্রতিপাদ্য বিষয় ছিলো -“The teachers we need for the education we want: The global imperative to reverse the teacher shortage”, (“আমাদের শিক্ষার জন্য যে শিক্ষকের প্রয়োজন: সেই শিক্ষক ঘাটতি দূর করা বিশ্বব্যাপী অপরিহার্য”,) দিবসটি উপলক্ষে কলেজের হল রুমে আয়োজিত আলোচনা সভায় বাংলা বিভাগের প্রভাষক মোঃ রিয়াজ উদ্দিন’র সঞ্চালনায় ও ভোলা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবদুল গফুর’এর সভাপতিত্বে বক্তব্য রাখেন ভোলা সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর দুলাল চন্দ্র ঘোষ, সরকারি শেখ ফজিলাতুন্নেছা মহিলা কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর মুঃ রুহুল আমিন জাহাঙ্গীর, ভোলা সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর পারভীন আক্তার, সদ্য সাবেক অধ্যক্ষ প্রফেসর মোঃ গোলাম জাকারিয়া। এছাড়াও ভোলা সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোঃ এনায়েত উল্লাহ্, শিক্ষক পরিষদের সম্পাদক মোহাম্মদ উল্লাহ্ স্বপন, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান এস এম মনিরুল ইসলাম রাশেদ, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ফিরোজ মাহমুদ সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। সভাপতি’র বক্তব্যে ভোলা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবদুল গফুর তার শিক্ষাজীবনের শিক্ষকদের স্মৃতিচারণ করে বলেন, শিক্ষকরা হলেন একটি জ্বলন্ত মোমবাতির মতো যাঁরা নিজেরা প্রজ্বলিত হয়ে ছাত্র-ছাত্রীদের আলো প্রদান করেন। এনাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ নির্দেশনা, শৃঙ্খলা এবং স্নেহ-ভালোবাসা পাওয়া যায়। ঠিক তেমনি আমার জীবনে শিক্ষকদের নির্দেশিত গুনগুলো প্রভাবিত করেছে বলেই আমি একজন শিক্ষক হতে পেরেছি বলে মনে করি। তিনি আরও বলেন, ভোলা কলেজ এই জেলার সেরা বিদ্যাপীঠ এবং একমাত্র উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান। তবে কলেজে পর্যাপ্ত শিক্ষকের অভাবে প্রতিষ্ঠানটির পাঠদান ব্যাহত হচ্ছে, ভেঙে পড়েছে শিক্ষাব্যবস্থা। তাই তিনি বিশ্ব শিক্ষক দিবস -২০২৩ এর প্রতিপাদ্য’কে গুরুত্ব দিয়ে ভোলা কলেজে শিক্ষক সংকট নিরসনে প্রয়োজনীয় ব্যাবস্থা নিতে কতৃপক্ষের প্রতি আহ্বান জানান।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত