স্টাফ রিপোর্টারঃ ভোলায় স্কুল থেকে মো. মিজানুর রহমান নামে এক নৈশপ্রহরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৬ জানুয়ারি) সকালে সদর উপজেলার ইলিশা ইউ সি মাধ্যমিক বিদ্যালয়ের কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
মৃত মিজানুর রহমান পূর্ব ইলিশা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বাসিন্দা মুন্সি অলি উল্লাহ আহমেদের ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, বহু বছর যাবত মিজানুর রহমান ইলিশা ইউ সি মাধ্যমিক বিদ্যালয়ে নৈশপ্রহরী হিসেবে চাকরি করতেন। রাতে বিদ্যালয়েই তার নিদিষ্ট কক্ষে ঘুমাতেন। কয়েকদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন। তাই পরিবারের ধারণা স্ট্রোকজনিত কারণে তার মৃত্যু হতে পারে।
এ ব্যাপারে ভোলা সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনির হোসেন মিয়া জানান, প্রতিদিনের মতো সোমবার রাতেও মিজানুর রহমান বিদ্যালয়ে গিয়ে তার কক্ষে ঘুমিয়ে ছিলেন। সকালে স্কুলের শিক্ষক শিক্ষার্থীরা গিয়ে তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে শিক্ষকরা দেখেন মিজানের শয়নকক্ষে সে মৃত অবস্থায় পড়ে আছে। তার মুখ দিয়ে লালা ঝরানো এবং মরদেহের পাশে বমিও রয়েছে। যদিও শয়নকক্ষটি ভিতর থেকে আটকানো ছিলো। এমতাবস্থায় স্কুল কর্তৃপক্ষ আমাদেরকে খবর দিলে আমরা ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করি। তবে পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত