ইয়ারুল আলম হেলালঃ ভোলায় ক্রমাগত বেড়ে যাওয়া সড়ক দুর্ঘটনা এড়াতে “নিরাপদ সড়ক চাই” সংগঠনের পক্ষ থেকে জনসচেতনতামূলক কার্যক্রম শুরু করেছেন সংগঠনটির আহ্বায়ক কমিটির সদস্যরা। শনিবার (১৬ সেপ্টেম্বর) সকালে সংগঠনের কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় শহরের বিভিন্ন স্থানে ভারী যানবাহন, মোটরসাইকেল, প্রাইভেট কার, মাইক্রোবাস, ব্যাটারি চালিত বোরাক, অটোরিক্সা সহ বিভিন্ন ধরনের যানবাহন চালকদেরকে সচেতন করার লক্ষ্যে তাদের মাঝে লিফলেট বিতরন করা হয়। একই সাথে গাড়ী চালকদের গতি নিয়ন্ত্রণ রাখার পরামর্শ সহ মোটরসাইকেল চালকদেরকে হেলমেট পরিধান করে তাদেরকে বাইক চালানোর পরামর্শও দেওয়া হয়।
এছাড়া সংগঠনটির পক্ষ থেকে সামনে দিনগুলোর জন্য সকল ধরনের যানবাহন চালকদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা সহ বিভিন্ন ধরনের কর্মসূচিও হাতে নেওয়া হয়।
এ সময় লিফলেট বিতরন কর্মসূচিতে উপস্থিত ছিলেন, নিরাপদ সড়ক চাই নিসচার আহবায়ক মাকসুদুর রহমান, সদস্য সচিব মোঃ সোলায়মান মামুন, নির্বাহী সদস্য মিজানুর রহমান, ইয়ারুল আলম হেলাল, আপন, মহিবুল হাসান ছোটন সহ আরো অনেকে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত