1. info@www.skytvnews24.com : Sky TV News 24 :
রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ০৫:০৮ অপরাহ্ন

ভোলায় বীর মুক্তিযোদ্ধাদেরকে সংবর্ধনা

প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০২৩
  • ১০১ বার পড়া হয়েছে

এম রহমান রুবেলঃ মহান বিজয় দিবস উপলক্ষে শ্রেষ্ট সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়েছে।

শুক্রবার (১৫ ডিসেম্বর) দুপুরে ভোলা জেলা পরিষদের উদ্যোগে পরিষদের হল রুমে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলার সুযোগ্য জেলা প্রশাসক আরিফুজ্জামান।

জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ কামাল হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মোঃ মাহিদুজ্জামান, বিপিএম , উপজেলা চেয়ারম্যান মোঃ মোশারেফ হোসেন, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম গোলদার, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম, বাংলার কন্ঠ পত্রিকার সম্পাদক এম.হাবিবুর রহমান প্রমূখ।

অনুষ্ঠানে একে একে বিশেষ অতিথিদের বক্তব্য শেষ হতেই মহান বিজয়ের দিবসের বিভিন্ন তাৎপর্য তুলে ধরে অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক আরিফুজ্জামান বলেন, আজ আমরা এখানে দাঁড়িয়ে কথাই বলতে পারতাম না, আমাদের গলায়টাই আসতো না। আমরা নতুন নতুন চেয়ার বড় বড় পদ ধারন করতে পারতাম না। এই বাংলাদেশকে যদি চিন্তা করতে হয় নিজেকে যদি এই বাংলাদেশের একজন গর্বিত নাগরিক হিসেবে ভাবতে হয় তাহলে সবার আগে জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাদের কাছে আমাদেরকে সমর্পণ করতে হবে তার সমস্ত অনুভূতি ও তার সমস্ত সম্মানকে। কারণ মুক্তিযোদ্ধারাই বাংলাদেশকে বিনির্মান করেছেন।

অতিথিদের বক্তব্য শেষে ১০০ জন বীর মুক্তিযোদ্ধাকে ফুলেল সংবর্ধনা ও শুভেচ্ছা উপহারস্বরূপ তাদের হাতে ২ হাজার টাকা তুলে দেন।

জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান খাদিজা আক্তার স্বপ্না’র সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রসাশক (রাজস্ব) তামিম আল ইয়ামিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল চন্দ্র শীল, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার অহিদুর রহমান জেলা রেডক্রিসেন্ট সোসাইটির সম্পাদক আজিজুল ইসলাম সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং
error: Content is protected !!