এইচ এম জাকিরঃ ভোলায় জেলা পুলিশের আয়োজনে হয়ে গেলো বিজয় দিবস ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৩ এর শুভ উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।
শনিবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যার পর সদর থানা ক্রীড়া কমপ্লেক্সে এ টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ভোলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ মাহিদুজ্জামান বিপিএম। এ সময় বিশেষ অতিথি হিসেবে তার সাথে ছিলেন, সিভিল সার্জন ডাঃ কে এম শফিকুজ্জামান।
টুর্নামেন্টে পুলিশ সদস্যদের আটটি দল অংশ নেয়। নকআউট পদ্ধতির খেলায় টানা ৫ ঘন্টা যাবৎ আটটি দলের প্রতিযোগিতার মধ্য দিয়ে অবশেষে নির্বাচিত হলো খেলার চ্যাম্পিয়ন ও রানার আপ। এরপর তাদের হাতে পুরস্কার তুলে দেন পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি পুলিশ সুপার মোঃ মাহিদুজ্জামান বিপিএম।
এসময় তিনি বলেন, স্বাস্থ্য যেমন সকল সুখের মূল, তেমনই শরীর স্বাস্থ্যকে ভালো রাখতে খেলাধুলার বিকল্প কিছুই নেই। এর মধ্য দিয়ে প্রতিদিনই দেখা যাবে আমাদের শরীর স্বাস্থ্য মন মানসিকতা সবই ভালো থাকবে। এমনকি কর্ম জীবনেও ফিরে আসবে চাঞ্চল্য। তাই আমাদের শুধু পুলিশ সদস্যরাই নয়, তাদের পাশাপাশি প্রতিটি মানুষকেই নিজের শরীর স্বাস্থ্য ঠিক রাখতে খেলাধুলা কিংবা ব্যায়াম করে নিজেকে সুস্থ সবল রাখতে হবে। তা না হলে শরীরে বিভিন্ন ধরনের রোগ বালাই প্রবেশ করে অল্পতেই ওই মানুষটি বিছানায় পড়ে যাবে।
এ সময় বিশেষ অতিথি, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মামুন অর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোহাম্মদ আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রিপন চন্দ্র সরকার, অফিসার ইনচার্জ ভোলা সদর মডেল থানা, অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা, ভোলা, ডিআইও-১ জেলা বিশেষ শাখা, ইনচার্জ শহর ও যানবাহন শাখা, কোর্ট পুলিশ পরিদর্শক, আরআই পুলিশ লাইন্স সহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত