ইব্রাহিম আকতার আকাশঃ ভোলায় পুকুরের পানিতে ডুবে এক বাকপ্রতিবন্ধী কিশোরসহ দুইজনের মৃত্যু হয়েছে।
শনিবার (২৩ ডিসেম্বর) সকালে ও বিকেলে ভোলা সদর ও লালমোহন উপজেলায় পৃথক এই দুইটি মৃত্যুর ঘটনা ঘটে।
লালমোহন থানার ওসি এসএম মাহবুব উল-আলম তার থানা এলাকার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এছাড়াও সদরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মৃতের দাদা শাহেদ আলম।
মৃত বাকপ্রতিবন্ধী তানজিম হোসেন (২২) লালমোহন উপজেলার কালমা ইউনিয়নের চরলক্ষ্মী গ্রামের মাহবুব আলমের ছেলে এবং সাজেদুল ইসলাম রাব্বি (২) সদর উপজেলা ৩নং পশ্চিম ইলিশা ইউনিয়নের চর পক্ষিয়া গ্রামের আব্দুল রাজ্জাকের ছেলে।
লালমোহন থানার ওসি এসএম মাহবুব উল-আলম জানান, বাকপ্রতিবন্ধী তানজিম সাঁতার জানত না। পরিবারের সকলের অগোচরে বাড়ির পুকুরের পানিতে ডুবে তানজিম মারা যায়। পুলিশ তার সুরতহাল প্রতিবেদন শেষে বিনা ময়নাতদন্তে মরদেহ দাফনের অনুমতি দিয়েছে।
মৃত রাব্বির দাদা শাহেদ জানান, বিকেল ৩ টার দিকে রাব্বি খেলতে গিয়ে পুকুরের পানিতে পড়ে মারা যায়। পরিবারের স্বজনরা তাকে মৃত অবস্থায় উদ্ধার করেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত