1. info@www.skytvnews24.com : Sky TV News 24 :
বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৪:২৮ পূর্বাহ্ন

ভোলায় দুই দিনব্যাপী শুরু হচ্ছে জেলা সাহিত্য সম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠান

প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ৬ অক্টোবর, ২০২৩
  • ১৩৪ বার পড়া হয়েছে

আশিকুর রহমান শান্তঃ ভোলায় দুই দিনব্যাপী শুরু হচ্ছে জেলা সাহিত্য সম্মেলন ও সংস্কৃতি অনুষ্ঠান। শনিবার (৭ অক্টোবর) সকাল ১০ টায় ভোলা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ভোলা জেলা প্রশাসক মোহাম্মদ আরিফুজ্জামান এর সভাপতিত্বে এ মেলার উদ্বোধন করবেন বরিশালের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ পারভেজ হাসান।

জেলা শিল্পকলা একাডেমী সূত্রে জানা যায়, বাংলা একাডেমির সমন্বয়ে জেলা পর্যায়ের সাহিত্যিকদের সৃষ্টিকর্ম জাতীয় পর্যায়ে তুলে ধরার লক্ষ্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠ পোষকতায় বাংলাদেশের প্রত্যেকটি জেলায় সাহিত্য মেলা অনুষ্ঠিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় ভোলা জেলা প্রশাসন এর সার্বিক ব্যবস্থাপনায় এবং বাংলা একাডেমির সমন্বয়ে এই সাহিত্য মেলা অনুষ্ঠিত হবে।

এই মেলা চলবে ৭ ও ৮ অক্টোবর অর্থাৎ শনিবার ও রবিবার এই দুই দিন।

উদ্বোধনী অনুষ্ঠানে ভোলা জেলার ৭টি উপজেলা থেকে আমন্ত্রিত কবি- সাহিত্যিক এবং জেলা উপজেলার প্রশাসনিক কর্মকর্তা, আইন-শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা ও কর্মচারী, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ব্যক্তিবর্গসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত থাকবেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং
error: Content is protected !!