স্টাফ রিপোর্টারঃ উপকূলীয় জেলা ভোলার চরাঞ্চলের গরীব অসহায় শীতার্ত মানুষকে উষ্ণতা দিতে পাশে দাঁড়িয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৯৯৫-৯৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের সংগঠন ফ্রেন্ডস অ্যালায়েন্স-ডুফা ক্লাব।
শুক্রবার (১২ জানুয়ারী) সকালে ক্লাবের পক্ষ থেকে ভোলার মাঝের চরের ৫ শতাধিক শীতার্ত মানুষের মাঝে তারা কম্বল বিতরন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ডুফা ক্লাবের সদস্য ভোলা জেলা প্রশাসক আরিফুজ্জামান।
কাচিয়া ইউনিয়নের চেয়ারম্যান জহিরুল ইসলাম নকীব এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ভোলা পুলিশ সুপার মাহিদুজ্জামান বিপিএম, সদর উপজেলার ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ, ঢাকা ইউনিভার্সিটি ফ্রেন্ডস অ্যালায়েন্সের (ডুফা) ক্লবারে সভাপতি রফিক উল্লাহ রোমেল, সাধারণ সম্পাদক নাহিদ হোসেন, প্রধান মন্ত্রী কার্যালয় কর্মককর্তা কর্মচারী কল্যান তহবিল এর সাধারন সম্পাদক শাহিনুর রহমান শাহিন, ঢাকা ইউনিভার্সিটি ফ্রেন্ডস অ্যালায়েন্সের (ডুফা) ক্লবারে ডিরেক্টর – টিএম নুরুল আমিন প্যারিস, খান মেজবাউল আলম টুটুল এজাবুল হক তুহিন, গাজী শেখ ফরিড আহমেদ, আমিরুল ইসলাম আমু, জাকারিয়া আলম মামুন, মো. শাহ আলম, মো. শোয়েব আহমেদ চৌধুরী।
এসময় উপস্থিত কম্বল বিতরন সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক তামিম আল ইয়ামিন।
এসময় জেলা প্রশাসক আরিফুজ্জামান বলেন, কনকনে শীতে ঠকঠক করে কাঁপা মানুষের গায়ে শীতবস্ত্র জড়িয়ে তার মুখে হাসি ফোটানোর চেয়ে আনন্দের আর কী হতে পারে। এর মাধ্যমে প্রকাশ পায় মানুষের প্রতি আমাদের মমত্ব ও ভালোবাসার।এভাবে অসহায়দের সাহায্যে এগিয়ে আসার মাধ্যমেই রচিত হবে মানবিক সেতুবন্ধন। আমাদের সামান্য সহযোগিতা তাদের জীবনে এনে দিতে পারে এক টুকরো সুখ।
এসময় তিনি আরো বলেন, অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। ‘মানুষ মানুষের জন্য’ দরিদ্র অসহায় মানুষেরা দেশ ও সমাজের অংশ। তাই সমাজের বিত্তশালীসহ সকলের উচিত গরিব সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাড়াঁনো। শীত বস্ত্র বিতরণ শুধুমাত্র অসহায় মানুষের প্রতি করুণা নয়, তাদের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব। হৃদয়ের মানবতাবোধকে জাগ্রত করে সমাজের সকল সুবিধা বঞ্চিত মানুষের জন্য কাজ করার আহবান জানান।