স্টাফ রিপোর্টারঃ সত্য প্রকাশে সর্বপ্রথম এ স্লোগানকে ধারণ করে দেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল তরঙ্গ নিউজ ডটকম এর ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপিত হয়েছে।
এই লক্ষ্যে শনিবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ভোলা শহরের একটি অভিজাত চাইনিজ রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলা প্রেস ক্লাবের সভাপতি ও ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ভোলা জেলা প্রতিনিধি অ্যাডভোকেট নজরুল হক অনু।
এ সময় তরঙ্গ নিউজ ও নিউজ পোর্টালটির ভোলা প্রতিনিধি ইয়ামিন হাওলাদারের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে প্রধান অতিথি বলেন, একজন সাংবাদিক বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মধ্য দিয়েই স্বল্প সময়ে একজন প্রতিষ্ঠিত সাংবাদিক হিসেবে নিজের সুন্দর একটি পরিচিতি পেতে পারে। অথচ তা না করে অধিকাংশ সাংবাদিকরা এখন প্রশাসন সহ রাজনীতিবিদদের পিছনে চাটুকারির পাশাপাশি তেল দেয়ার কাজে ব্যস্ত থাকে। অথচ ওই সাংবাদিকের সত্য লিখনির মাধ্যমে ও সকল রাজনীতিবিদ কিংবা প্রশাসনের লোকজন যে উল্টো তাকে তোষামতি করে চলবে ওই সাংবাদিক হয়তো তা বোঝে না।
তিনি আরো বলেন, বহু সংবাদকর্মী রয়েছেন এখনো সঠিকভাবে নিউজ লেখা কিংবা নিউজ তৈরি করা জানে না, এমনকি কারো কাছ থেকে শিখারও আগ্রহ নেই। কিন্তু সাংবাদিক হিসেবে প্রতিষ্ঠিত করতে হলে নিজেদেরকে বেশি বেশি করে শিখতে হবে, এর সাথে অন্যের কাছ থেকে জানার আগ্রহ প্রশন করারও আহ্বান জানান তিনি।
ভোলা প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক কালবেলা পত্রিকার ভোলা জেলা প্রতিনিধি ওমর ফারুক এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ভোলা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও দৈনিক সংগ্রাম পত্রিকার ভোলা জেলা প্রতিনিধি ইউনুস শরীফ, ভোলা প্রেসক্লাবের নির্বাহী সম্পাদক আলামিন শাহরিয়ার, উপকূল প্রেসক্লাবের সভাপতি বশির আহমেদ, ভোলা প্রেস ক্লাবের পাঠাগার সম্পাদক ও ভোরের কাগজের জেলা প্রতিনিধি এইচ এম নাহিদ, দৈনিক বণিক বার্তা, ডেইলি পোস্ট পত্রিকার ভোলা জেলা প্রতিনিধি ও ভোলা প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক এইচ এম জাকির, দৈনিক ভোলা টাইমস পত্রিকার সম্পাদক মোহাম্মদ আলী জিন্নাহ রাজীব, ভোলা মেম্বার এসোসিয়েশন এর সভাপতি মালেক মেম্বার।
এর আগে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, তরঙ্গ নিউজ ডটকম এর ভোলা জেলা প্রতিনিধি ইয়ামিন হোসেন হাওলাদার।
এ সময় অন্যান্যদের উপস্থিত ছিলেন, দৈনিক ভোলার বাণীর উপদেষ্টা সম্পাদক জে আই সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ইমরান হোসেন, আনন্দ টিভির জেলা প্রতিনিধি এম রহমান রুবেল, শিক্ষক ও সাংবাদিক ইয়ারুল আলম হেলাল, দেশের কন্ঠের জেলা প্রতিনিধি মুনসুর আলম, আজকের দর্পণের ভোলা প্রতিনিধি আশরাফুল ইসলাম সজীব, ভোলার বাণীর রিপোর্টার জামিল হোসেন,যুবলীগ নেতা তৌফিকুল ইসলাম, ঢাকা মেইলের জেলা প্রতিনিধি আকতারুল ইসলাম আকাশ, সংবাদ সকালের ভোলা প্রতিনিধি রিয়াজ উদ্দিন শান্ত, ভোলা টাইমসের সিনিয়র স্টাফ রিপোর্টার ইকবাল হোসেন রাজু, এশিয়ান টিভির প্রতিনিধি অনন্ত হাসান মাসুদ, অধিকরণ এর জেলা প্রতিনিধি আমির হামজা, ভোলার বাণীর রিপোর্টার মেসকাত আহমেদ, সাংবাদিক মেহেদী হাসান সুমন, জাকির হোসেন পারভেজ, মোঃ আলী, দাউদ ইব্রাহীম, দৈনিক আজকের ভোলার রিপোর্টার আলামিন, শিক্ষক ফিরোজ আলম জাবেদ, আরিফুর রহমান, মোঃ আবুল কালাম আজাদপ্রমুখ।
পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, দৈনিক ভোলা টাইমস পত্রিকার বার্তা সম্পাদক আশিকুর রহমান শান্ত।
আলোচনা সভা শেষে ১০ পাউন্ডের একটি কেক কেটা ও ডিনারের মধ্য দিয়ে ঘটে অনুষ্ঠানের সমাপ্তি।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত