স্টাফ রিপোর্টারঃ ভোলার ইলিশায় সড়ক দুর্ঘটনায় তানিশা (৫) নামে এক শিশু নিহত হয়েছে। সোমবার (১১ ডিসেম্বর) সকাল দশটায় ভোলা-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের ইলিশা ইউনিয়নের কারিমিয়া কেরাতুল কোরআন মাদ্রাসার সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু তানিশা ওই মাদ্রাসার শিশু শ্রেণীর শিক্ষার্থী এবং ২নং ইলিশা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মুন্সিবাড়ির আঃ খলিল মুন্সী মেয়ে।
বিষয়টি নিশ্চিত করে ভোলা সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসন মিয়া বলেন, মাদরাসা থেকে বাড়ি ফেরার পথে রাস্তা পার হতে গিয়ে অটোরিকশার ধাক্কায় শিশুটি গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এছাড়াও এ ঘটনায় আরও দুই যাত্রী আহত হয়েছে। তারা চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত