স্টাফ রিপোর্টারঃ ভোলায় আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সদর আসনের ১১৪টি কেন্দ্র কমিটি গঠনের কর্যক্রম শুরু করেছেন বাংলাদেশ আওয়ামীলীগ ভোলা সদর উপজেলা শাখা। শনিবার (১৬ সেপ্টেম্বর) পূর্ব ইলিশা ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে ৭টি কেন্দ্র কমিটি গঠনের মধ্য দিয়ে মাসব্যাপী এই কার্যক্রমের শুভ উদ্ভোধন করেন বাংলাদেশ আওয়ামীলীগ ভোলা সদর উপজেলা শাখার সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোশারেফ হোসেন।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামীলীগ ভোলা জেলা শাখার সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা দোস্ত মাহমুদ, সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সফিকুল ইসলাম, ভোলা সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলদার ও পূর্ব ইলিশা ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার হোসেন ছোটন সহ ইউনিয়ন আওয়ামীলীগের কয়েক হাজার নেতাকর্মীরা।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত