নিজস্ব প্রতিবেদকঃ ভোলায় শ্রমিক দলের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত হয়েছে।
এই লক্ষ্যে বুধবার (১লা মে) সকাল ১১ ঘটিকায় ভোলা জেলা বিএনপির কার্যালয়ের সামনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা শ্রমিক দলের সভাপতি সহিদুল আলম মানিক এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলা জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব গোলাম নবী আলমগীর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব রাইসুল আলম।
আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব ফজলুর রহমান বাচ্চু মোল্লা, যুগ্ম আহ্বায়ক হুমায়ূন কবির সোপান, যুগ্ম আহ্বায়ক মোঃ এনামুল হক, যুগ্ম আহ্বায়ক মোঃ বশির আহমেদ হাওলাদার, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব হেলাল উদ্দিন, জেলা শ্রমিক দলের সাধারন সম্পাদক মোঃ তানভীর হোসেন তালুকদার, জেলা শ্রমিক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ আব্দুল্লাহ আল মামুন, জেলা কৃষক দলের সভাপতি আঃ রহমান সেন্টু, জেলা কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি এডভোকেট মোঃ ইউসুফ, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মুনতাসির আলম রবিন চৌধুরী, সদর উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক আওলাদ হোসেন বাহার, সদর উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব মোঃ আঃ কাদের বিপ্লব, আলীনগর ইউনিয়নের বিএনপির সভাপতি আল আমিন মিয়াজী, লালমোহন উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক মোঃ শাহীন হাওলাদার, সদস্য সচিব, মোঃ ফরহাদ, সহ বিভিন্ন নেতৃবৃন্দ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আজ মানুষ দীশে হারা, শ্রমিক তাদের অধিকার পাচ্ছে না দ্রব্যমূল্য সাধারণ খেটে খাওয়া শ্রমিকদের ক্রয় ক্ষমতার বাহিরে। তাই মহান মে দিবসে আমাদের অঙ্গীকার এই সরকারকে হটিয়ে শ্রমিক বান্ধব সরকার প্রতিষ্ঠা করতে হবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত