লালমোহন প্রতিনিধিঃ দাবি আদায়ের লক্ষ্যে ভোলার লালমোহনে শিক্ষকদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৈষম্য দূরীকরণে মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের পূর্বপর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা ও শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবিতে মঙ্গলবার সকালে লালমোহন উপজেলা বেসরকারি মাধ্যমিক শিক্ষা পরিবারের উদ্যোগে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রায় ঘন্টা ব্যাপী চলা মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন, লালমোহন উপজেলার সাবেক মাধ্যমিক অফিসার মো. রফিকুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার মদন মোহন মন্ডল, ফুলবাগিচা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসলেউদ্দিন মিলন, আব্দুল ওহাব মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হেলাল উদ্দিনসহ বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষকবৃন্দ।
এ সময় বক্তারা সমগ্র দিয়ে আচরণের মানববন্ধন কঠোর সমালোচনার পাশাপাশি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। পাশাপাশি দাবী আদায়ে তাদের অনড় অবস্থান অবস্থানের তুলে ধরে অনতিবিলম্বে তাদের দাবি কার্যকর না হলে আগামীতে আরো কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন তারা। এরপর মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করা প্রদান করেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত