মোঃ ওমর ফারুকঃ বৈসম্যবিরোধী ছাত্র আন্দললনের বিক্ষোভ কর্মসূচি ঘোষনা করা হলেও ভোলায় বৈরি আবহাওয়ার কারনে বিক্ষোভ মিছিলের পরিবর্তে সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্বলনের কর্মসূচি পালন করে কোটাবিরোধী আন্দোলনের সাধারন শিক্ষার্থীরা।
শনিবার (০৩ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭ টায় ভোলা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মাঠে কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্বলনের মধ্য দিয়ে এ কর্মসূচি পালন করা হয়।
সাধারন ছাত্র-ছাত্রী ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক ও সাধারন মানুষ এ মোমবাতি প্রজ্বলনের কর্মসূচিতে অংশ নেয়। এ সময় তারা শিক্ষার্থী হত্যার প্রতিবাদ জানিয়ে বিভিন্ন শ্লোগানে শ্লোগানে শহীদ মিনার এলাকা প্রকম্পিত করে তোলে।
আন্দোলনকারীরা বলেন, সারাদেশে কোটাবিরোধী শিক্ষার্থীদের উপর পুলিশের হামলা, গনগ্রেফতার ও নির্বিচারে শিশুসহ নিরস্ত্র শিক্ষার্থীদের গুলি করে হত্যার প্রতিবাদে এবং ৯ দফা দাবি বাস্তবানের জন্য এ কর্মসূচী পালন করে তারা। তাদের দাবী পূরন না হওয়া পর্যন্ত আন্দোলন সংগ্রাম চালিয়ে যাওয়ার অঙ্গিকার ব্যাক্ত করে তারা।
এ ছাড়া বৈসম্যবিরোধী ছাত্রদের কেন্দ্র ঘোষিত রোববারের অসহযোগ আন্দোলনের সমর্থনে সর্বস্তরের নাগরিকদের রাজপথে থাকার আহ্বান জানানো হয় ভোলার কোটাবিরোধী আন্দোলনকারীদের পক্ষ থেকে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত