এইচ এম জাকিরঃ ভোলায় বিপুল পরিমাণ আগ্নেয় ও দেশীয় অস্ত্র সহ দুই জলদস্যুকে আটক করেছেন কোস্টগার্ড। সোমবার গভীর রাত থেকে কোস্টগার্ডের দক্ষিণ জনের একটি চৌকস দল বিশেষ অভিধানের মধ্য দিয়ে মেঘনা নদীর বঙ্গেশ্বর এলাকা থেকে তাদেরকে আটক করেন।
এরপর বিষয়টি নিয়ে সকাল ১১ টার দিকে কোস্ট গার্ড দক্ষিণ জোনের প্রধান কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ের মধ্য দিয়ে এ তথ্য নিশ্চিত করেন, কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া সেল কর্মকর্তা লেঃ কমান্ডার এইচ এম এম হারুন -উর-রশীদ।
প্রেস ব্রিফিংয়ে তাদের অভিযানের সার্বিক বিষয় তুলে ধরে উপস্থিত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সহ বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালের সাংবাদিকদের বলেন, ভোলা জেলার সদর উপজেলার বঙ্গের চর একটি সক্রিয় ডাকাত দল বিভিন্ন জেলেদের জিম্মি করে তাদের ডাকাতি কার্যক্রম পরিচালনা করে আসছিলো। এ সময় ভুক্তভোগী জেলেরা কোস্ট গার্ডের নিকট সাহায্য চাইলে বিভিন্নভাবে প্রাণ নাশের হুমকির সম্মুখীন হয়েছেন। পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ২ সেপ্টেম্বর রাত ১টা হইতে সকাল ৮টা পযর্ন্ত বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন অধিনস্থ বিসিজি বেইজ ভোলা কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা করেন। অতঃপর ভোলার মেঘনা নদীর বঙের চর এলাকায় বাহাদুর বাহিনী নামক সক্রিয় একটি ডাকাত দলের আস্তানায় ঘন্টা ব্যাপি চিরনি অভিযান পরিচালনা করে বাহাদুর বাহিনীর প্রধান আলী আজগর বাহাদুর (৪২) ও তার সহযোগী ইকবাল হোসেন (২৬) কে ৩টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ১৫ রাউন্ড তাজা গোলা, ২০ টি বিভিন্ন দেশীয় অস্ত্র এবং নগত ১ লক্ষ ১৫ হাজার ৭৫ টাকাসহ আটক করা হয়৷
আটককৃত ডাকাত আলী আজগর বাহাদুর ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়ন ৭ নং ওয়ার্ডের গোলাম মোস্তফার ছেলে ও ইকবাল হোসেন ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়ন চরমনষা গ্রামের আবুল কালামের ছেলে। পরে আটককৃত ডাকাত ও উদ্ধারকৃত অস্ত্র ও অন্যান্য আলামতসহ ভোলা সদর মডেল থাকায় সোপর্দ করা হয়৷
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত