নিজস্ব প্রতিবেদকঃ ভোলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী।
এ লক্ষ্যে সোমবার (১৯ আগস্ট) বিকেলে ভোলা সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠের সামনে থেকে একটি বর্নাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা বিএনপির কার্যালয়ে এসে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা।
জেলা সেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মুনতাসির আলম রবিন চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি জাকির হোসেন মনির, লুকু চৌধুরী, মীর মোস্তাফিজুর রহমান রনি, এবিএস সালাম, যুগ্ম সম্পাদক কামাল মোল্লা, মোঃ শফিক, দপ্তর সম্পাদক হারুন অর রশিদ সুমন, ভোলা সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাহিয়ান চৌধুরী, যুগ্ম মোঃ আলাউদ্দিন, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবাহক মেহেদী হাসান, মোঃ মঞ্জুর প্রমুখ
এসময় আরো উপস্থিত ছিলেন জেলা সেচ্ছাসেবক দলের নেতা বশার চৌধুরী, আবুল কাশেম, ধনিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোঃ এছাহাক ফরাজী, স্বেচ্ছাসেবক দলের নেতা মোঃ নাইম শেখ, মোঃ লিটন, মোঃ সুমন সহ জেলা, উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়নে নেতাকর্মীরা।
আলোচনা সভায় জেলা সেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মুনতাসির আলম রবিন চৌধুরী বলেন, ২০২২ সালের ৩১ জুলাই ভোলা জেলা বিএনপি’র আয়োজনে শান্তিপূর্ণ কর্মসূচিতে বিনা উস্কানিতে পুলিশ হঠাৎ লাঠিচার্জ ও নির্বিচারে নেতাকর্মীদের উপর গুলিবর্ষণ করেন। এসময় পুলিশের গুলিতে নিহত হন সেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিম ও ভোলা জেলা ছাত্রদল সভাপতি নুরে আলম। তাদের রক্ত বৃথা যেতে পারে না। খুনি হাসিনার পতন হয়েছে। দেশ আজ স্বাধীন। স্বৈরশাসক হাসিনাকে দেশে এনে গণহত্যার দায়ে দ্রুত তার বিচার করতে হবে । সেই সাথে আরো যারা এ দেশকে চুষে খেয়েছে, অর্থ পাচার করেছে, ছাত্রদের উপর গুলি চালিয়েছে তাদের বিচার ও খুব তাড়াতাড়ি নিশ্চিত করতে হবে ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এদেশে সকল ধর্মের, বর্ণের, গোত্রের লোকজন, শান্তিতে বসবাস ও নিজ নিজ ধর্ম পালন করে আসছে। ছাত্র জনতার অভ্যুত্থানের সুযোগ নিয়ে কেউ যেন কোন অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে তার জন্য সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালন এবং তৃণমূল পর্যায়ে দলকে সুসংগঠিত করার জন্য সকল নেতাকর্মীকে আন্তরিকতার সহিত কাজ করার আহ্বান জানান।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত