1. info@www.skytvnews24.com : Sky TV News 24 :
বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৫৫ পূর্বাহ্ন

ভোলায় পৌর ভবন ঘেরাও, কাউন্সিলারদের অবাঞ্ছিত ঘোষণা

প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪
  • ১১২ বার পড়া হয়েছে

এইচ এম জাকিরঃ ভোলা পৌরসভার ৯টি ওয়ার্ডের সকল কাউন্সিলরকে অবাঞ্চিত ঘোষণার পাশাপাশি দ্রুত তাদেরকে অপসারণের দাবী জানিয়েছেন ছাত্র, জনতা ও সাবেক কাউন্সিলর সহ বিএনপি নেতাকর্মীরা। রোববার (১ সেপ্টেম্বর) সকাল ১১ টার দিকে তারা ভোলা পৌর ভবন ঘেরাও কর্মসূচির পালনকালে তারা এ দাবি জানান। এর আগে ছাত্র জনতা সহ বিএনপি নেতা কর্মীরা শহরের কালীনাথ রায়েরবাজার এলাকার জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর ভবনের সামনে অবস্থান নেয়। এ সময় তারা পৌর ভবন ঘেরাও করে ঘন্টাব্যাপী সেখানে বিক্ষোভ করেন।

সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, সাবেক পৌর মেয়র প্রার্থী ও জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক হারুন অর রশিদ ট্রুমেন, সাবেক কাউন্সিলর বশির আহমেদ, লিয়াকত হোসেনসহ বিভিন্ন স্তরের জনতা। তারা সকল কাউন্সিলরকে অবাঞ্ছিত ঘোষণা করে তাদের অপসারণের দাবী জানান।

একই সাথে পৌর প্রশাসককে সকল ধরেনর সহযোগীতার আশ্বাস প্রদান করে বলেন, ক্ষমতার অপব্যবহার করে এরা পৌর মেয়র এবং কাউন্সিলর হয়েছে। পৌর মেয়রকে যেভাবে অপসারণ করা হয়েছে, ঠিক একই ভাবে এদেরকে অপসারণ করতে হবে। পৌর সভার বিশিষ্ট ব্যক্তি এবং সচেতন নাগরিকদের নিয়ে পরে মিছিলসহকারে একই স্থানে গিয়ে শেষ হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং
error: Content is protected !!