1. info@www.skytvnews24.com : Sky TV News 24 :
শনিবার, ০৯ নভেম্বর ২০২৪, ০৬:৫৭ পূর্বাহ্ন

ভোলায় পূবালী ব্যাংকের উদ্যোগে ছয় হাজার গাছের চারা রোপন কর্মসূচির উদ্বোধন

প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪
  • ৫২ বার পড়া হয়েছে
এইচ এম জাকিরঃ ভোলায় পূবালী ব্যাংকের উদ্যোগে ছয় হাজার তাল ও নারিকেল গাছের চারা রোপন কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৩ অক্টোবর) বিকেলে ব্যাংকটির সিএসআর কার্যক্রমের অধীনে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের গুইংগারহাট-কমরদ্দিন নামক এলাকায় সড়কের দুপাশে বৃক্ষরোপনের মধ্য দিয়ে কর্মসূচীর শুভ উদ্বোধন করেন, ভোলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: মনজুর হোসেন ও পুবালী ব্যাংক পিএলসি’র বরিশাল অঞ্চল প্রধান মো: রুহুল আমিন।
এসময় উপস্থিত ছিলেন, ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল চন্দ্র শীল, পুবালী ব্যাংক পিএলসি’র ভোলা শাখার ব্যবস্থাপক আব্দুস সাত্তার সহ ব্যাংকের বিভিন্ন কর্মকর্তা কর্মচারী সহ জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক সহ স্থানীয় জনতা।
প্রাথমিক ভাবে জেলার বিভিন্ন উপজেলায় ছয় হাজার গাছের চারা রোপন করার কর্মসূচী হাতে নেয়া হয়েছে। পরবর্তীতে এর পরিমান আরো বৃদ্ধি পাবে বলে জানান পুবালী ব্যাংক পিএলসি’র বরিশাল অঞ্চল প্রধান মো: রুহুল আমিন।
এ সময় তিনি বলেন, সত্তরের ভয়াল ঘূর্ণিঝড়ে উপকুলীয় বিভিন্ন জেলা সহ লন্ডভন্ড হয়ে গেছে দ্বীপ জেলা ভোলার বিভিন্ন অঞ্চল। পরবর্তীতে স্থানীয় বনবিভাগ সহ বিভিন্ন সংস্থার মাধ্যমে জেলার বিভিন্ন অঞ্চলে বৃক্ষরোপন কর্মসূচি আওতায় বিভিন্ন স্থানে বনয়নের তৈরীর মধ্য দিয়ে একে একে গড়ে তোলা হয়েছে সবুজ বেষ্টনি। তাতে করে সত্তরের পরবর্তীতে যে সকল ঘূর্ণিঝড় বিশেষ করে সিডর, আইলার, নারগিজ, মহসিন সহ আরো যে সকল ঘূর্ণিঝড় ভোলার উপর দিয়ে আঘাত হেনেছে, ওই সকল ঝড়ে তেমন কোন ক্ষয়ক্ষতি হয়নি এ জেলার মানুষের।
শুধুমাত্র জেলার বিভিন্ন স্থানের বনায়নই রক্ষা করেছে এ জেলার মানুষকে। কিন্তু দিনে দিনে যে ভাবে বাড়ছে ঘনবসতি, একের পর এক তৈরি হচ্ছে মানুষের আবাসস্থল। তাতে করে গাছ কাটার ফলে ক্রমশ্য কমে যাচ্ছে বনায়ন। এতে করে হুমকির মুখে পড়ছে পরিবেশ প্রতিবেশ। তাই ঘূর্ণিঝড় ও বজ্রপাতের হাত থেকে রক্ষা পেতে  বৃক্ষরোপনের বিকল্প কিছুই নেই। সংগত কারণেই আমাদের ব্যাংকের বিভিন্ন কর্মসূচীর পাশাপাশি দেশের উপকুলীয় জেলা গুলোতে বনায়নের পরিমান বৃদ্ধির লক্ষে বৃক্ষরোপন কর্মসূচী হাতে নেয়া হয়েছে।
তারই ধাবাহিকতায় প্রাথমিক ভাবে দ্বীপজেলায় ভোলায় তাল ও নারিকেল গাছের ৬ হাজার চারা রোপনের লক্ষে আমাদের বৃক্ষরোপন কর্মসূচীর শুভ সূচনা করা হয়েছে। এই গাছ রোপনের এগুলো পরিচর্যার মধ্য দিয়ে একদিকে যেমন এর ফলন দ্বারা মানুষ উপকৃত হবে, অন্যদিকে বাঁচবে পরিবেশ প্রতিবেশ। তাই   আগামীতেও এর ধারাবাহিকতা আব্যাহত থাকবে বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং
error: Content is protected !!