স্টাফ রিপোর্টারঃ ভোলায় মাদকবিরোধী অভিযানে পাঁচ কেজি গাঁজাসহ মোহাম্মদ রবি আলম (৪০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
শনিবার (১০ ফেব্রুয়ারি) দুপুরের দিকে সদর উপজেলার পূর্বইলিশা ইউনিয়নের ১নং ওয়ার্ডস্থ ইলিশা লক্ষীপুর লঞ্চ ঘাটের পল্টুন থেকে তাকে আটক করা হয়।
আটকৃত রবি আলমের বাড়ী বোরহানউদ্দিন উপজেলার বড় মানিকা ইউনিয়নের দক্ষিণ বাটামারা ৮নং ওয়ার্ডে।
ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এস আই গোলাম মোস্তফা জানান, কুমিল্লা থেকে এক যুবক মাদকের একটি বড় চালান নিয়ে ভোলাতে প্রবেশ করছে এমন এক গোপন সংবাদের ভিত্তিতে ভোলা পুলিশ সুপার মোহাম্মদ মাহিদুজ্জামান বিপিএম স্যারের নির্দেশনা আমরা ইলিশা লঞ্চ ঘাট এলাকায় অভিযান পরিচালনা করি। এরপর দুপুরের দিকে লক্ষীপুর থেকে ছেড়ে আসা যাত্রীবাহী লঞ্চ ইলিশা ঘাটে নামতেই গাজা সহ রবি আলমকে ভাই লঞ্চ আমরা আটক করতে সক্ষম হই। এসময় তার কাছ থেকে কয়েকটি বান্ডিলে পাঁচ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এ ব্যাপারে ভোলা সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনির হোসেন মিয়া বলেন, আসামীর বিরুদ্ধে ভোলা সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এর সাথে কারো সম্পৃক্ততা রয়েছে কিনা সেই বিষয়টি সামনে রেখেই আমরা সামনের দিকে এগোচ্ছি বলে জানান তিনি।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত