স্টাফ রিপোর্টারঃ ভোলায় জ্বালানী তৈল খুচরা/পাইকারি ব্যবসায়ী সমিতির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার রাতে শহরের চিলি চাইনিজ রেস্টুরেন্টের হলরুমে ব্যবসায়ী সমিতির সকল সদস্যদের উপস্থিতিতে এক আলোচনা সভার মধ্য দিয়ে এ কমিটি গঠন করা হয়।
প্রায় ঘন্টা ব্যাপী চলা সভায় উপস্থিত সকলের সম্মতিক্রমে মোঃ আলাউদ্দিনকে সভাপতি ও মোঃ সৌরভ জুয়েলকে সাধারন সম্পাদক করে ১০ সদস্যের কমিটি ঘোষনা করা হয়।
এর আগে গঠন করা হয় পাঁচ সদস্যের উপদেষ্টামণ্ডলির কমিটি। তাতে রয়েছেন মোঃ পিয়াস, কামরুল হাসান, গাজী বাবুল, মোঃ সোহাগ ও আবদুল হাই।
এরপর পাঁচ সদস্যের উপদেষ্টা কমিটি সহ উপস্থিত সকলের সম্মতিক্রমে গঠিত হয় সমিতির মূল কমিটি। এতে সভাপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন মোঃ আলাউদ্দিন, সিনিয়র সহ সভাপতি সাহাবুদ্দিন কাজি, সাধারন সম্পাদক মোঃ সৌরভ জুয়েল, সাংগঠনিক সম্পাদক মোঃ লিটন ও কোষাধ্যক্ষ লাবু চৌধুরী।
পরে প্রীতিভোজের মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘোষনা করা হয়।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত