এইচ এম জাকিরঃ ভোলায় মহান বিজয় দিবস উপলক্ষে জেলা প্রশাসক ও পুলিশ সুপার এর পক্ষ থেকে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
শনিবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সাথেই শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে ও বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ করার মধ্য দিয়ে দেশের জন্য জীবন উৎসর্গকারী শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন ভোলার সুযোগ্য জেলা প্রশাসক আরিফুজ্জামান ও পুলিশ সুপার মোঃ মাহিদুজ্জামান বিপিএম। পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন।
১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস। ১৯৭১ সালের এই দিনে ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে ২ লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময় আর অসীম সাহসী বীর মুক্তিযোদ্ধাদের বিরত্বে গাথা এক ইতিহাস। বিশ্বের বুকে জন্ম নিয়েছে আজকের এই দেশ, আমাদের এই বাংলাদেশ। যাঁদের আত্মত্যাগের মাধ্যমে অর্জিত হয়েছিলো এই স্বাধীনতা, আজ জাতি তাঁদের শ্রদ্ধাভরে স্মরণ করছে।
বিনম্র শ্রদ্ধা, যথাযথ মর্যাদা ও পূর্ণ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দেশের জন্য জীবন উৎসর্গকারী শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে ভোলা জেলা পুলিশ ‘মহান বিজয় দিবস-২০২৩’ পালন করছেন।
তারই ধারাবাহিকতায় সূর্যোদয়ের সাথেই শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে ও বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ করার মধ্য দিয়ে দেশের জন্য জীবন উৎসর্গকারী শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন ভোলার সুযোগ্য প্রশাসক আরিফুজ্জামান ও পুলিশ সুপার মোঃ মাহিদুজ্জামান বিপিএম।
এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মামুন অর রশিদ ভোলা, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রিপন চন্দ্র সরকার, অফিসার ইনচার্জ ভোলা সদর মডেল থানা, অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা, ভোলা, ডিআইও-১ জেলা বিশেষ শাখা, ইনচার্জ শহর ও যানবাহন শাখা, কোর্ট পুলিশ পরিদর্শক, আরআই পুলিশ লাইন্স সহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত