আশিকুর রহমান শান্তঃ ভোলায় ব্যাগ ভর্তি গাঁজা সহ বেল্লাল (২৪) নামে এক যুবককে আটক করেছে কোস্টগার্ড। শুক্রবার (৬ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২ টার দিকে ২০ সদর উপজেলার ইলিশা ইউনিয়নের ফেরীঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়।
কোস্টগার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের একটি চৌকস টিম ইলিশা ফেরীঘাট এলাকায় অভিযান পরিচালনা করে। ওই সময় লক্ষ্মীপুর হতে ইলিশা গামী সী-ট্রাক ভাষা শহীদ সালাম এর স্টাফ কেবিন তল্লাশী করে ৩ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী বেল্লালকে আটক করা হয়।
আটককৃত বেল্লাল ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের বাসিন্দা মোফাজ্জল মিয়ার ছেলে।দীর্ঘদিন যাবত সে মাদক ব্যবসার সাথে সম্পৃক্ত থেকে চট্টগ্রাম কুমিল্লা সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে মাদকের বড় বড় চালান ভোলায় সরবরাহ করতো বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত বেলালের স্বীকারোক্তিতে তা বেরিয়ে এসেছে।
পরবর্তীতে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তাকে ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।দ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত