এইচ.এম.এরশাদ, বোরহানউদ্দিনঃ ভোলার বোরহানউদ্দিনে দুই কেজি ৩শ’ গ্রাম গাঁজাসহ নিরব (২৪) নামক চিহ্নিত এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সোমবার ভোরে বোরহানউদ্দিন থানার এসআই রেহান উদ্দিন, এসআই জিএম সাহাবুল, এসআই মনির হোসেনসহ পুলিশের একদল চৌকস টিম অভিযান চালিয়ে উপজেলার টবগী ইউনিয়নের বেরিবাদ এলাকা থেকে গাঁজাসহ তাকে আটক করে। আটককৃত নিরব লালমোহন উপজেলার ধলীগৌরনগর ইউনিয়ন এলাকার বাসিন্দা। সে দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সাথে সম্পৃক্ত থেকে তার এলাকা সহ জেলার বিভিন্ন স্থানে মাদক সরবরাহ করে আসছেন বলে জানা গেছে।
এ ব্যাপারে বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহীন ফকির (বিপিএম) জানান, দুই কেজি ৩০০ গ্রাম গাঁজাসহ তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক মামলা হয়েছে। কেননা মাদকের বিরুদ্ধে আমাদের পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছে। তাই মাদকসহ সকল অপরাধীদের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত