আশিকুর রহমান শান্তঃ ভোলার বোরহানউদ্দিনে একটি জুতার গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে করে গোডাউনে থাকা অধিকাংশ মালামালই পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার (২ আগস্ট) ভোর রাতের দিকে উপজেলার বরহানগঞ্জ বাজারের জুতার গোডাউনটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আড়াই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন।
বোরহানউদ্দিন উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার কাওসার চৌধুরী জানান, অগ্নিকাণ্ডের ঘটনার প্রায় শেষ মুহূর্তে স্থানীয়রা আমাদের ফায়ার সার্ভিসকে খবর দেয়। মুহূর্তের মধ্যে দৌলতখান এবং বোরানহাউদ্দিনের ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়। এরপর প্রায় আড়াই ঘন্টা চেষ্টা চালিয়ে আমরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। এরই মধ্যে গোডাউনের অধিকাংশ মালামাল পুড়ে ছাই হয়ে যায়। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে বলে জানান তিনি।
তবে আগুনের ভয়াবহতায় জুতার গোডাউনের অধিকাংশ মালামালই পুড়ে প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করছেন মালিকপক্ষ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত