এইচ.এম.এরশাদ, বোরহানউদ্দিনঃ ভোলার বোরহানউদ্দিনের তেতুলিয়া নদীতে অভিযান চালিয়ে আড়াই মন ইলিশ সহ বিপুল পরিমাণ কারেন্টাল জব্দ করা হয়েছে। শনিবার (২১ অক্টোবর) বিকালে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রায়হান উজ্জামানের নেতৃত্বে মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রনালয়ের উপসচিব মোহাম্মদ আহম্মেদ আলী”র উপস্থিতিতে জেলা প্রশাসন ও মৎস্য বিভাগের ব্যানারে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ৮১ হাজার মিটার কারেন্ট জাল ও আড়াই মন মা ইলিশ জব্দ করা হয়। জব্দকৃত কারেন্ট গুলো বোরহানউদ্দিন খেওয়াঘাট এলাকায় পুড়িয়ে নষ্ট করার পাশাপাশি ইলিশ মাছগুলো বিভিন্ন এতিম খানায় বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, ভোলা জেলা মৎস্য কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ, ভোলা মৎস্য অধিদপ্তরের সিনিয়র সহকারী পরিচালক মোহাম্মদ নাজিম উদ্দিন, বোরহানউদ্দিন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নাজমুল হাসান, বোরহানউদ্দিন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মনোজ কুমার সাহা ও মেরিন ফিশারিজ অফিসার মিজানুর রহমান।
উল্লেখ্য-১২ অক্টোবর থেকে ২ নভেম্বর ২০২৩ পর্যন্ত মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৩ চলমান রয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত