1. info@www.skytvnews24.com : Sky TV News 24 :
রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ০৫:০৫ অপরাহ্ন

বোরহানউদ্দিনের তেতুলিয়া নদীতে অভিযানে আড়াই মন ইলিশ সহ বিপুল পরিমাণ জাল জব্দ

প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ২১ অক্টোবর, ২০২৩
  • ১৪৪ বার পড়া হয়েছে

এইচ.এম.এরশাদ, বোরহানউদ্দিনঃ ভোলার বোরহানউদ্দিনের তেতুলিয়া নদীতে অভিযান চালিয়ে আড়াই মন ইলিশ সহ বিপুল পরিমাণ কারেন্টাল জব্দ করা হয়েছে। শনিবার (২১ অক্টোবর) বিকালে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রায়হান উজ্জামানের নেতৃত্বে মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রনালয়ের উপসচিব মোহাম্মদ আহম্মেদ আলী”র উপস্থিতিতে জেলা প্রশাসন ও মৎস্য বিভাগের ব্যানারে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ৮১ হাজার মিটার কারেন্ট জাল ও আড়াই মন মা ইলিশ জব্দ করা হয়। জব্দকৃত কারেন্ট গুলো বোরহানউদ্দিন খেওয়াঘাট এলাকায় পুড়িয়ে নষ্ট করার পাশাপাশি ইলিশ মাছগুলো বিভিন্ন এতিম খানায় বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, ভোলা জেলা মৎস্য কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ, ভোলা মৎস্য অধিদপ্তরের সিনিয়র সহকারী পরিচালক মোহাম্মদ নাজিম উদ্দিন, বোরহানউদ্দিন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নাজমুল হাসান, বোরহানউদ্দিন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মনোজ কুমার সাহা ও মেরিন ফিশারিজ অফিসার মিজানুর রহমান।

উল্লেখ্য-১২ অক্টোবর থেকে ২ নভেম্বর ২০২৩ পর্যন্ত মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৩ চলমান রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং
error: Content is protected !!