বিশ্বকাপ প্রাক-বাছাইয়ের ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে কাতার ও বাংলাদেশ। শুক্রবার (৪ ডিসেম্বর) মাঠে গড়াবে দু’দলের ম্যাচটি। দোহার দুহাইল আবদুল্লাহ বিন খলিফা স্টেডিয়ামে স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় মুখোমুখি হবে বাংলাদেশ ও কাতার।তবে এই ম্যাচে থাকছে দর্শক প্রবেশে নিয়ন্ত্রণ। জানা গেছে, এই স্টেডিয়ামে দর্শক ধারণক্ষমতা ১০ হাজার। কিন্তু মাঠে প্রবেশ করানো হবে মাত্র ২ হাজার দর্শক। কাতার স্বাস্থ্য কর্তৃপক্ষ ধারণক্ষমতার ২০ ভাগ দর্শককে খেলা দেখার অনুমতি দিয়েছে। দর্শকদের আসা-যাওয়ার জন্য এই স্টেডিয়ামে রয়েছে ২৫টি গেট।
এর আগে গত বছর অক্টোবরে ঢাকায় হয়েছিল প্রথম ম্যাচ। সে ম্যাচে বাংলাদেশ ২-০ গোলে হারলেও দুর্দান্ত পারফরম্যান্স করেছিল এশিয়ান চ্যাম্পিয়ন ও ২০২২ বিশ্বকাপের আয়োজক দেশ কাতারের বিপক্ষে।
কাতারের পর বাংলাদেশ খেলবে আফগানিস্তান, ভারত ও ওমানের বিপক্ষে। তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়ামে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত