মোঃ ইসহাক উদ্দিন হাওলাদারঃ ‘গড়বো সমাজ গড়বো মানবতার বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন বাংলাদেশ সমাজ সেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। ১৬ এবং ১৭ মার্চ দুইদিন ব্যাপী দ্বীপ জেলা ভোলার বিভিন্ন ইউনিয়নে হতদরিদ্র ও অসহায় মানুষের বাসা-বাড়িতে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
পবিত্র মাহে রমজান উপলক্ষে সংগঠনটির উপদেষ্টা পরিষদের সকল সদস্য এবং পরিচালনা পরষদের পরিচালক ইঞ্জিঃ মারুফ হোসেন এর পরিচালনায় দুই দিন বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী প্যাকেজিং করার মধ্য দিয়ে শতাধিক হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, সংগঠনের সাথে সম্পৃক্ত মোঃ গোলাম কিবরিয়া, সহ-পরিচালক মোঃ আল আমিন, বরিশাল বিভাগীয় সমন্বয়ক, মোঃ ইসহাক উদ্দিন হাওলাদার এবং বরিশাল বিভাগীয় সহ-সমন্বয়ক, মোঃ হাসানুল হক শুভ,রাজশাহী বিভাগীয় ভারপ্রাপ্ত সমন্বয়ক মোঃ লিখন আহম্মেদ তুহিন, ভোলা জেলা শাখার টিম লিডার-০২ মোঃ সিয়াম, সেচ্ছাসেবী মোঃ রাকিব, ইব্রাহিম, আওলাদ হোসেন, আলাউদ্দিন, আবির সহ অন্যান্য সেচ্ছাসেবীগন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত