নানা কর্মসূচি পালনের মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে।
রোববার(১০জানুয়ারী) দিবসটি পালন উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়। দিবসটি পালন উপলক্ষে বাগেরহাট জেলার রামপাল উপজেলা ও আওয়ামী লীগের উদ্যোগে সকালে জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও আনন্দ শোভাযাত্রা করা হয়। পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত ও আলোচনা সভার মধ্য দিয়ে শেষ করা হয়,প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন কেসিসি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক,
রামপাল উপজেলা চেয়ারম্যান শেখ মোয়াজ্জেম হোসেন, রামপাল উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব, রামপাল উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল হক লিপন, রামপাল উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ মোজাফফর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা মিলি, বাঁশতলী ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব শেখ মোহাম্মদ আলী, উজলকুড় ইউনিয়নে চেয়ারম্যান আখতারুজ্জামান, রামপাল উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক মনিরআহমেদ প্রিন্স, রামপাল উপজেলা ছাত্রলীগ সভাপতি হাফিজুর রহমান, প্রচার সম্পাদক দেলোয়ার হোসেন, বাঁশতলী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি হাওলাদার আবু তালেব, বাঁশতলী ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কুদরতি ইনামুল বাশার বাচ্চু প্রমুখ আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত