1. info@www.skytvnews24.com : Sky TV News 24 :
বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৫:১৪ পূর্বাহ্ন

ফের ইলিশায় গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩
  • ১৩৬ বার পড়া হয়েছে

এইচ এম জাকিরঃ ফের ইলিশা তিন কেজি গাঁজাসহ সাব্বির হোসেন হাওলাদার (২২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করল পুলিশ।

বৃহস্পতিবার (২০ জুলাই) দুপুর ২ টার দিকে ইলিশা ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে গাজা সহ তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এস আই গোলাম মোস্তফার নেতৃত্বে এএসআই রিপন, এএসআই মাইনুল সহ পুলিশ সদস্য শরিফ, মাকসুদ, রাফসান, ইমরান, জসিম ইলিশা ফেরিঘাট এলাকায় অভিযান চালায়। এ সময় মজু চৌধুরীর ঘাট থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী লঞ্চ থেকে নামার পর সাব্বির হোসেন হাওলাদারকে আটক করা হয়। এরপর তার বহনকৃত ব্যাগে তল্লাশি করে ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

আটককৃত সাব্বির বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ফরিদপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের ভোজমহল গ্রামের বাসিন্দা। দীর্ঘদিন যাবত সে এই মাদক ব্যবসার সাথে জড়িত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার কাছ থেকে জানা গেছে।

এ ব্যাপারে ভোলার নবাগত পুলিশ সুপার মোঃ মাহিদুজ্জামান বলেন, যদিও এর আগে সেখান থেকে বহুবারই বিপুল পরিমাণ মাদকসহ বিভিন্ন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে বলে আমি এই জেলে যোগদানের পর জানতে পেরেছি।  যদিও যেকোনো সন্ত্রাস, জঙ্গিবাদ, কিংবা মাদকের বিরুদ্ধে পুলিশের পক্ষ থেকে জিরো ট্রলারেন্স ঘোষণা করা হয়েছে। তারই ধারাবাহিকতায় মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনার মধ্য দিয়ে তিন কেজি গাজা সহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আমরা আশা করছি সামনের দিনগুলোতেও মাদকের বিরুদ্ধে আমাদের পুলিশের পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এ ব্যাপারে মাদক আইনে তার বিরুদ্ধে মামলার রুজু করার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং
error: Content is protected !!