বাগেরহাটের ফকিরহাটে র্যাব-৬ এর মাদক বিরোধী অভিযানে ৮ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী-কে গ্রেপ্তার করা হয়েছে। জানা যায় র্যাব -৬ এর (স্পেশাল কোম্পানী) খুলনার একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ফকিরহাট উপজেলার বেতাগা ইউনিয়নের শুকদারা গ্রামস্থ জনৈক কামাল এর বসত বাড়ির উত্তর পাশে কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্য অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে র্যাব ৬ এর আভিযানিক দলটি বৃহঃবার ( ২৮ জানুয়ারী) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে অভিযান পরিচালনা করে মোংলা থানার দিগরাজ এলাকার মোঃ সাহেব আলী গাজীর ছেলে মোঃ সেলিম গাজী (৩৫) ও যশোর জেলার বেনাপোল পোর্ট থানার নারায়নপুর এলাকার মৃত আইয়ুব আলী মন্ডল এর ছেলে আঃ সবুর (৩৫) আটক করে। এব্যাপারে ফকিরহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত