নাটোর প্রতিনিধিঃ নাটোরে পাওনা টাকা চাওয়ায় আবুল কালাম (৬০) নামে এক কলা ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (১২ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে সদর উপজেলার কাফুরিয়ায় এই ঘটনা ঘটে। নিহত কালাম একই এলাকার প্রয়াত আব্দুর রাজ্জাকের ছেলে।
সদর থানার উপ-পরিদর্শক জামাল উদ্দিন জানান, কলা ব্যবসায়ী আবুল কালাম একই এলাকার কামাল উদ্দিনের কাছে কলা বাগান বিক্রি করেন। সবশেষ কামালের কাছে ২০ হাজার টাকা পাওনা ছিল তার। বুধবার সকালে আবুল কালাম পাওনা টাকা চাইতে গেলে কামাল উদ্দিনের সাথে তার বাকবিতণ্ডা হয়। এরই এক পর্যায়ে কামাল উদ্দিন গাছের ডাল দিয়ে কালামের মাথায় আঘাত করেন। মুহূর্তের মধ্যেই কালাম মাটিতে লুটে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর থেকে কামাল পলাতক রয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত