শিক্ষানবিশ রিপোর্টারঃ ভোলার মনপুরার হাজিরহাট সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক (অবসরপ্রাপ্ত) ‘শ্রী দ্বিজেন্দ্র কুমার দাস পরলোক গমন করেছেন। শুক্রবার (২৭ অক্টোবর) আনুমানিক সকাল ১০টায় তার নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তার পরিবার সূত্রে জানা গেছে, দীর্ঘদিন যাবৎ তিনি হার্টের সমস্যায় ভুগে আজ সকালের দেখে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এদিকে প্রবীণ এই শিক্ষাগুরুর মৃত্যুতে তার সাবেক কর্মস্থল; হাজিরহাট সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের বর্তমান ও সাবেক সহকর্মী শিক্ষকবৃন্দ, মনপুরা উপজেলার বিভিন্ন শিক্ষা সংগঠন, সামাজিক ও রাজনৈতিক ব্যাক্তিত্বসহ তার কর্মময় জীবনের ছাত্র-ছত্রীরা শোক প্রকাশের পাশাপাশি তার প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত