ডেস্ক রিপোর্টঃ ধানের শীষ মানুষের পেটের বিষ হয়ে গেছে। উন্নয়নের জন্য মানুষ আবারও নৌকাতেই ভোট দেবে। এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বুধবার (৫ জুলাই) সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সম্পাদকমন্ডলীর সাথে দলের সহযোগী সংগঠনের সাথে যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। সভার শুরুতে রাখা বক্তব্যে এসব কথা বলেন ওবায়দুল কাদের।
তিনি বলেন, পাঁচ সিটি করপোরেশন নির্বাচনের মতোই আগামী জাতীয় সংসদ নির্বাচনও অবাধ ও সুষ্ঠু হবে। ভোটারদের কাছে না গিয়ে বিএনপি বিদেশিদের কাছে যাচ্ছে। আটলান্টিকের ওপার থেকে কোনো নিষেধাজ্ঞা আসে কিনা, সে অপেক্ষায় আছে বিএনপি।
ওবায়দুল কাদের আরও বলেন, বিদেশিদের কিছু বলার থাকলে বন্ধুসুলভভাবে বলতে পারে। তবে প্রভুসুলভভাবে নয়। বিদেশিদের সব পরামর্শ আমাদের গ্রহণ করতে হবে, তেমন কোনো বিষয় নেই।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত