এইচ এম জাকিরঃ ভোলার দৌলতখানে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৪ উপলক্ষ্যে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ ডিসেম্বর) সকাল দশটায় উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে দৌলতখান সরকারি উচ্চ বালক বিদ্যালয়ে উপজেলায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের নিয়ে দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আরিফুজ্জামান।
জেলা নির্বাচন অফিসার জাহিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলা পুলিশ সুপার মোঃ মাহিদুজ্জামান বিপিএম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা।
দিনভর প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ভোট গ্রহণকারী কর্মকর্তাদেরকে আগামী ৭ জানুয়ারির নির্বাচনে ভোট শুরু হওয়া থেকে শেষ পর্যন্ত তাদের করণীয় সকল ধরনের কর্মকাণ্ড সম্পর্কে তাদেরকে প্রশিক্ষণ প্রদান করা হয়।
এ সময় কর্মশালার প্রধান অতিথি জেলা প্রশাসক ও জেলার রিটার্নিং কর্মকর্তা আরিফুজ্জামান বলেন, নির্বাচন অবাদ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে আমরা বদ্ধপরিকর। কোন পেশী শক্তির কাছে কেউ মাথা নত করবেন না। আপনাদের নিরাপত্তার জন্য প্রতিটি কেন্দ্রে নির্বাহী ম্যাজিস্ট্রেটের পাশাপাশি থাকবেন পর্যাপ্ত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্য। আশা করছি প্রত্যেকেই যার যার অবস্থানে থেকে সঠিক নিয়মে এবং সঠিকভাবে দায়িত্ব পালন করবেন।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা পুলিশ, জেলা প্রশাসন ও জেলা নির্বাচন অফিসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ সহ প্রশিক্ষণার্থীগন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত