আজ ২৪ নভেম্বর বৃহস্পতিবার ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ ড.বেনজীর আহমেদ বিপিএম(বার) সভাপতিত্বে পুলিশ হেডকোয়ার্টার্সের কনফারেন্স রুম শাপলায় দেশের প্রত্যেকটি থানায় নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী বিষয়ক সার্ভিস ডেস্ক নির্মাণ বিষয়ক কার্যক্রমের অগ্রগতি সংক্রান্তে ভিডিও কনফারেন্স করেন।
আইজিপি ভিডিও কনফারেন্সে সংযুক্ত সবার উদ্দেশ্যে দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।
কেএমপি সদর দপ্তরের সম্মেলন কক্ষ থেকে উক্ত ভিডিও কনফারেন্সে কেএমপি’র পক্ষ থেকে অংশ নিয়েছেন এস.এম ফজলুর রহমান অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) কেএমপি;মোহাম্মদ এহসান শাহ, ডেপুটি পুলিশ কমিশনার(সদর)কেএমপি,মোঃ কামরুল ইসলাম,ডেপুটি পুলিশ কমিশনার(ইএন্ডডি)কেএমপি,মোঃ নজরুল ইসলাম সহকারী পুলিশ কমিশনার(এস্টেট)কেএমপি।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত