গোপালগঞ্জের টুঙ্গিপাড়া’য় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন গৌরব ’৭১, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) শাখার নেতৃবৃন্দ। ২৬ ডিসেম্বর শনিবার দুপুর ১২ঃ৩০ টায় গৌরব ’৭১, কুয়েট শাখার সভাপতি মোঃ এস্রাজ-উল-জান্নাত ও সাধারণ সম্পাদক প্রকৌশলী মোঃ আসলাম পারভেজ এর নেতৃত্বে অনুষ্ঠিত কর্মসূচীতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গৌরব ’৭১ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ও কুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. কাজী এ বি এম মহিউদ্দিন, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মোঃ রাফিজুল ইসলাম, প্রফেসর ড. সজল কুমার অধিকারী, বাংলাদেশ ছাত্রলীগ কুয়েট শাখার সভাপতি আবুল হাসান শোভন, গৌরব’৭১, কুয়েট শাখার সহ-সভাপতি এফ এম সাইফুল্লাহ পলাশ, যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী মোঃ রুহুল আমীন, প্রকৌশলী মোঃ রুমেন রায়হান, সাংগঠনিক সম্পাদক মোঃ সাদেক হোসেন প্রামানিক, পলাশ সাহা, মোঃ শিহাব উদ্দিন, দপ্তর সম্পাদক মোঃ রবিউল ইসলাম সোহাগ, সহ-দপ্তর সম্পাদক মোঃ রাজীন আবির, অর্থ বিষয়ক সম্পাদক পবিত্র কুমার সাহা, প্রচার ও তথ্য বিষয়ক সম্পাদক মোঃ হেলাল ফকির, শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক গাজী মোঃ বরকত উল্ল্যাহসহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ। কর্মসূচীতে কুয়েটের অফিসার্স এসোসিয়েশন, কর্মকর্তা সমিতি (আপগ্রেডেশন), ৩য় শ্রেণী কর্মচারী সমিতি, ৪র্থ শ্রেণী কর্মচারী সমিতি, মাষ্টাররোল কর্মচারী সমিতি, বঙ্গবন্ধু কর্মচারী পরিষদের নেতৃবৃন্দসহ কুয়েটের অন্যান্য শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষাথীরা অংশগ্রহণ করেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত