সেলিম রানা চরফ্যাশনঃ ভোলার চরফ্যাশনে কুইজ প্রতিযোগিতার মধ্যদিয়ে স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ অক্টোবর) বেলা বারোটার দিকে উপজেলার দক্ষিণ আইচা থানার চরআইচা মাধ্যমিক বিদ্যালয়ের হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় চরআইচা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.শহিদউল্ল্যাহ’র সভাপতিত্বে প্রধান অতিথি দক্ষিণ আইচা থানার অফিসার ইনচার্জ মো. সাঈদ আহমেদ( পিপিএম) বলেন, মাদক, ইভটিজিং, সন্ত্রাস, জঙ্গিবাদ, বাল্যবিবাহ, যৌতুক সহ সচেতনতামূলক বিষয় নিয়ে বিভিন্ন আইনি দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন, দক্ষিণ আইচা থানার এস আই নেছার উদ্দিন, এস আই সবুজ কর, এস আই শহিদুল্লাহ, রিয়াজুল, সালাউদ্দিন সহ চর আইচা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।
কুইজ প্রতিযোগিতায় প্রায় ২শ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন এরমধ্যে ১৫ জন শিক্ষার্থী বিজয় হন। বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত