চরফ্যাশন প্রতিনিধিঃ ভোলার চরফ্যাশনে সানলাইফ ইন্সুরেন্স কোম্পানী লিমিটেড ইসলামী বীমা তাকাফুল প্রকল্পের দুলারহাট সার্ভিস সেল অফিস উদ্বোধন করা হয়েছে।
এ লক্ষ্যে মঙ্গলবার (২৪ অক্টোবর) সকাল ১০ টায় উপজেলার দুলারহাট থানার সানলাইফ ইন্সুরেন্স কোম্পানীর উদ্বোধনীয় সার্ভিস সেল অফিসে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সানলাইফ ইন্সুরেন্স কোম্পানীর ভোলা জেলার জেনারেল ম্যানেজার মোঃ শামসুদ্দিন হাওলাদার এর সভাপতিত্ব ও সানলাইফ ইন্সুরেন্স কোম্পানীর দুলারহাট শাখার এজিএম নুরনবী আব্বাস এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, মুজিবনগর ইউনিয়ন চেয়ারম্যান মোঃ আব্দুল অদুদ মিয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সানলাইফ ইন্সুরেন্স কোম্পানীর বন্দরটিলা চট্টগ্রাম ও বরিশাল অঞ্চলের ইভিপি-উন্নয়ন, এম এইচ ফরিদ উদ্দিন, নীলকমল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলমগীর হোসেন হাওলাদার, দুলারহাট বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি নজরুল ইসলাম রিপন, সাধারণ সম্পাদক শাহজাহান মামুন, নুরাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফারুক হাওলাদার, সানলাইফ ইন্সুরেন্স কোম্পানীর এজিএম মাঃ মমিনুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন, সানলাইফ ইন্সুরেন্স কোম্পানীর চরফ্যাশন শাখার এজিএম আহাম্মদ আলী জিন্নাহ, সানলাইফ ইন্সুরেন্স কোম্পানীর দুলারহাট শাখার ব্রাঞ্চ ম্যানেজার এম নোমান চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন সানলাইফ ইন্সুরেন্স কোম্পানীর গ্রাহকরা।
এসময় সানলাইফ ইন্সুরেন্স কোম্পানীর গ্রাহক আব্দুল মালেক মৃত্যুবরণ করায় তার নমনি আব্দুল মান্নান এর কাছে বীমা দাবির ৭২ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত